এপ্রিল 2019 - Prodipto Delwar

Unordered List

ads

Hot

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৯

পৃথিবীতে কত প্রকার পঞ্জিকা আছে ?

৪/৩০/২০১৯ ১১:৩৯:০০ PM 0
বিশ্বে ব্যাবহৃত সর্বোমোট ২৬টি পঞ্জিকা হলোঃ
আমরা জানি ক্যালেন্ডার মানে হল বর্ষপঞ্জিকা।আর ক্যালেন্ডারের কাজ হলো দিন মাস সময় হিসাব রাখা ।আর এর ধারাবাহিকতার হিসাব ধরে প্রায় সব দেশেই কম বেশি ইংরেজি বর্ষপঞ্জীর হিসাব রাখে সবাই। 

Sample of Bangla Calendar 

বিশ্বে ব্যবহৃত ২৬ টি পঞ্জিকা গুলো হলো ।
১। গ্রেগরীয় বর্ষপঞ্জী,
২। আব উর্বে কন্দিতা,
৩। ইসলামি বর্ষপঞ্জি, 
৪। অ্যাসিরীয় বর্ষপঞ্জী, 
৫। বাহাই বর্ষপঞ্জী, 
৬। বাংলা বর্ষপঞ্জি, 
৭। বেরবের বর্ষপঞ্জি, 
৮। বুদ্ধ বর্ষপঞ্জী, 
৯। বর্মী বর্ষপঞ্জী, 
১০। বাইজেন্টাইন বর্ষপঞ্জী, 
১১। চীনা বর্ষপঞ্জী, 
১২। কপটিক বর্ষপঞ্জী,
১৩। ডিস্কর্ডীয় বর্ষপঞ্জী, 
১৪। ইথিওপীয় বর্ষপঞ্জী,
১৫। হিব্রু বর্ষপঞ্জী, 
১৬। হিন্দু বর্ষপঞ্জীসমূহ (বিক্রম সংবৎ, শকা সংবৎ, কলি যুগ), 
১৭। হলোসিন বর্ষপঞ্জী, 
১৮। ইগ্বো বর্ষপঞ্জী, 
১৯। ইরানি বর্ষপঞ্জী, 
২০। ইসলামি বর্ষপঞ্জি, 
২১। জুশ বর্ষপঞ্জি,
২২। আর্মেনীয় বর্ষপঞ্জী (ԹՎ ՌՆԿ), 
২৩। জুলিয়ান বর্ষপঞ্জী, 
২৪ ।কোরীয় বর্ষপঞ্জী, 
২৫। মিঙ্গু বর্ষপঞ্জী, 
২৬ ।থাই সৌর বর্ষপঞ্জী,


ধন্যবাদ

(প্রদীপ্ত দেলোয়ার ব্লগ)
Read More

কম্যুটেটর কাকে বলে এবং কম্যুটেটরের কাজ কি ? বিস্তারিত আলোচনা

৪/৩০/২০১৯ ১০:১২:০০ PM 0

কম্যুটেটর কাকে বলে ? 
প্রত্যেক ডিসি জেনারেটরের আর্মেচারে উৎপন্ন কারেন্ট সব সময় এসি হয়ে থাকে, ডিসি জেনারেটরের এই এসি ভোল্টেজকে বহিঃসার্কিটে ডিসি পাওয়ার জন্য যে ডিভাইস বা মেকানিজম ব্যবহৃত হয় তাকে কম্যুটেটর বলে।নরম লোহার উপরে তামার পুরো পাত একের পর এক সাজিয়ে কুণ্ডলী আকার বানিয়ে কম্যুটেটর বানানো হয় । 

কম্যুটেটরের কাজ কি ?
কম্যুটেটরের প্রধান কাজ হলো AC (অল্টারেন্ট কারেন্ট) কারেন্ট কে DC (ডাইরেক্ট কারেন্ট) কারেন্টে রূপান্তরিত করা ।

আর্মেচার তৈরিতে কম্যুটেটর তামার তার তৈরির কারণ কি ?
কারণ আর্মেচার ম্যাগনেটিক ফিল্ডে থাকে আর কম্যুটেটর ম্যাগনেটিক ফিল্ডের বাইরে থাকে ।এই জন্য আর্মেচার তৈরিতে কম্যুটেটর প্রয়োজন ।

আর্মেচার কাকে বলে ?
জেনারেটর এমন একটি যন্ত্র এতে একটি চৌম্বক ক্ষেত্র থাকে ।চুম্বকের মধ্যবর্তী স্থানে একটি কাঁচা লোহার পাতের উপরে তামার তারের আয়তকার কুণ্ডলী থাকে ।এই কাঁচা লোহার পাতকে আর্মেচার বলে । আর্মেচারটিকে চুম্বকের দুই মেরুর মধ্যবর্তী স্থানে যান্ত্রিক উপায়ে সম দ্রুতিতে ঘুরানো হয় । 
সহজ ভাষায় আর্মেচার এমন একটি যন্ত্র যার উপরে তামা বা ভিন্ন তারের কয়েল বসানো থাকে আর আর্মেচারটিকে চুম্বক ক্ষেত্রের মধ্যে ঘোরানো হয় । 
Read More

Post Top Ad

Your Ad Spot