কম্যুটেটর কাকে বলে এবং কম্যুটেটরের কাজ কি ? বিস্তারিত আলোচনা - Prodipto Delwar

Unordered List

ads

Hot

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৯

কম্যুটেটর কাকে বলে এবং কম্যুটেটরের কাজ কি ? বিস্তারিত আলোচনা


কম্যুটেটর কাকে বলে ? 
প্রত্যেক ডিসি জেনারেটরের আর্মেচারে উৎপন্ন কারেন্ট সব সময় এসি হয়ে থাকে, ডিসি জেনারেটরের এই এসি ভোল্টেজকে বহিঃসার্কিটে ডিসি পাওয়ার জন্য যে ডিভাইস বা মেকানিজম ব্যবহৃত হয় তাকে কম্যুটেটর বলে।নরম লোহার উপরে তামার পুরো পাত একের পর এক সাজিয়ে কুণ্ডলী আকার বানিয়ে কম্যুটেটর বানানো হয় । 

কম্যুটেটরের কাজ কি ?
কম্যুটেটরের প্রধান কাজ হলো AC (অল্টারেন্ট কারেন্ট) কারেন্ট কে DC (ডাইরেক্ট কারেন্ট) কারেন্টে রূপান্তরিত করা ।

আর্মেচার তৈরিতে কম্যুটেটর তামার তার তৈরির কারণ কি ?
কারণ আর্মেচার ম্যাগনেটিক ফিল্ডে থাকে আর কম্যুটেটর ম্যাগনেটিক ফিল্ডের বাইরে থাকে ।এই জন্য আর্মেচার তৈরিতে কম্যুটেটর প্রয়োজন ।

আর্মেচার কাকে বলে ?
জেনারেটর এমন একটি যন্ত্র এতে একটি চৌম্বক ক্ষেত্র থাকে ।চুম্বকের মধ্যবর্তী স্থানে একটি কাঁচা লোহার পাতের উপরে তামার তারের আয়তকার কুণ্ডলী থাকে ।এই কাঁচা লোহার পাতকে আর্মেচার বলে । আর্মেচারটিকে চুম্বকের দুই মেরুর মধ্যবর্তী স্থানে যান্ত্রিক উপায়ে সম দ্রুতিতে ঘুরানো হয় । 
সহজ ভাষায় আর্মেচার এমন একটি যন্ত্র যার উপরে তামা বা ভিন্ন তারের কয়েল বসানো থাকে আর আর্মেচারটিকে চুম্বক ক্ষেত্রের মধ্যে ঘোরানো হয় । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Your Ad Spot