সাইকোলজি এক অবিশ্বাস্য শক্তি বিজ্ঞানের - Prodipto Delwar

Unordered List

ads

Hot

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৯

সাইকোলজি এক অবিশ্বাস্য শক্তি বিজ্ঞানের

সাইকোলজি কি ?

সাইকোলজি বিজ্ঞানের অসাধারন একটি শাখা ।যেখানে মানুষের মস্তিষ্কের আচার-আচরন,চিন্তা-ভাবনা নিয়ে আলোচনা করা হয়,মানুষ কিভাবে চিন্তা করে,মানুষের চিন্তার পরিসীমা কতটুকু !
মানুষ কি চায়,কেন চায় এবং কিভাবে চায় ।মানুষ কি চিন্তা করতে পারবে না আর কি চিন্তা করতে পারবে না;মানুষ কি জন্য ভালো লাগা কাজ করে কি জন্য খারাপ লাগা কাজ করে............ এই সবকিছু বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হবে তাকেই আমরা সাইকোলজি বলে থাকি ।


সাইকোলজি মানুষের ব্রেনের মধ্যে শেয়ারকে বিশ্বাস করে


সাইকোলজি কিভাবে এবং কি নিয়ে কাজ করে ?? 

আমরা প্রায়শই দেখি মানুষের আচরণ মাঝে মাঝে পরিবর্তিত হচ্ছে !এই মানুষের মন ও মেজাজ বদলে যাওয়া নিয়ে কথা বলবে সাইকোলজি,মনের গতি-বিধি,মানুষের মনের ভালো লাগা,খারাপ লাগা অনুভূতি,মনের চাওয়া-পাওয়া,আশা-আকাঙ্ক্ষা,সংশয়,ভয়ভীতি,আবেগ,অনুভূতি,বিশ্বাস-অবিশ্বাস
 সর্বোপরি মনের যাবতীয় কার্যকলাপ নিয়ে সাইকোলজি আলোচনা-পর্যালোচনা,বিস্তর গবেষণাধর্মী ব্যাখ্যা দিবে সাইকোলজি ।

বর্তমানে সাইকোলজি বিজ্ঞানের অন্যতম একটি শাখা হয়ে দারিয়েছে,কেননা সাইকোলজি একটি একটি বিষয় নিয়ে আলোকপাত যা কিনা সমস্ত বিজ্ঞানের জন্মদাতা ।তার মানে সেটা আমাদের মস্তিষ্ক ।সাইকোলজির আলোচনার বিষয় হলো আমাদের মস্তিষ্ক,সাইকোলজি মূলত মনোবিশ্লেষণ নিয়ে যুক্তির সিঁড়ি বেয়ে আগায় ।মানুষের আচরণ দেখে বৈজ্ঞানিক যুক্তি দিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে চেষ্টা করে ।

আধুনিক বিজ্ঞান ও সাইকোলজিঃ 

আমরা জানি মানুষের মস্তিষ্ক হলো শক্তির আঁধার। আমাদের সমস্ত কিছু জীবন যাত্রা এই মস্তিষ্ক পরিচালনা করে।আবার অপরপক্ষে বিজ্ঞানের এই শতাব্দীর সবচেয়ে আলোচিত ও রহস্যময় বিষয় হচ্ছে টাইম ট্রাভেল;আদৌ বিষয়টা সম্ভব কিনা সেটা নিয়েই সন্দেহের শেষ নেই ।বরং অসম্ভব বিষয় টাইম ট্রাভেল কারন টাইম ট্রাভেল করতে কোন বস্তুর আলোর বেগ প্রয়োজন ।কিন্তু আমাদের নিকট এমন কোন পদার্থ নেই যেটা দিয়ে তৈরি বস্তু আলোর বেগে উপনীত হতে পারবে আবার ঐ যন্ত্র চালানোর জন্য কোন জ্বালানীও নেই ।সেই অর্থে টাইম ট্রাভেল সম্ভবপর নহে আর সেই মুহূর্তেই টাইম ট্রাভেলের আশা জুগাচ্ছে মানুষের মস্তিস্কের চিন্তা শক্তি মানে সাইকোলজির প্রধান আলোচ্য বিষয় ।মানুষের ব্রেনের চিন্তা শক্তি আলোর বেগের চেয়েও দ্রুতগতি সম্পন্ন ।তাই এই ধারণা করে নেওয়া যেতেই পারে যে মানুষের মানসিক ভাবে টাইম ট্রাভেল পসিবল হতে পারে যদি কোন ব্যক্তি তার চিন্তাশক্তি কে একীভূত করতে পারে তাহলেই সে টাইম ট্রাভেলের আস্বাদ অনুভব করতে পারে ।
তার মানে সাইকোলজি এমন এক বিজ্ঞান যা অদূর ভবিষ্যতে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছাবে কারণ টাইম মেশিন,টাইম ট্রাভেল এসব কিছু অত্যাধুনিক বিজ্ঞানের আলোচনা ।

সাইকোলজি ও বিজ্ঞানের অনন্য শাখাঃ

সাইকোলজি বিজ্ঞানের অনন্য যেমন পদার্থ,রসায়ন,চিকিৎসা বিজ্ঞান সহ গতি বিজ্ঞান,তাপ বিজ্ঞান সহ অনন্য বিজ্ঞানের সাথে ভাবে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে ।সাইকোলজি বিজ্ঞানের অনন্য শাখাকে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে ।সাইকোলজি সব ধরনের বিজ্ঞানের মতই গবেষণালব্ধ ফলাফল এবং প্রতিষ্ঠিত বিজ্ঞান,মানুষের জ্ঞানের রহস্য ভাগ,ব্রেনের আজব আজব সব ক্ষমতা তো সাইকোলজিই ব্যাখ্যা করতে পারবে...

Delwar Hossain
Islamic University
CSE,2016 Batch
19-02-2019



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Your Ad Spot