বোনকোলা গ্রামের পরিচিতি - Prodipto Delwar

Unordered List

ads

Hot

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

বোনকোলা গ্রামের পরিচিতি

বোনকোলা পাবনা জেলার সুজানগর উপজেলার একটি সুনামধন্য গ্রাম ।গ্রামটি সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নে অবস্থিত ।সুবিশাল আয়তন নিয়ে অনাবিল সৌন্দর্যের গাজনার বিল ঘেঁষে এই গ্রামটি অবস্থিত ।আমার নিকট আমার গ্রামটি বাংলাদেশের অন্যতম সুন্দর গ্রামগুলোর একটি । চলুন জেনে নিই বোনকোলা গ্রামের আদ্যপ্রান্ত সকল বিবরণীঃ

বোনকোলা গ্রামের ইতিহাসঃ

বোনকোলা গ্রামের নামকরণের ইতিহাস তেমন কিছু জানা যায়না ।তবে শোনা যায় গ্রামটি অনেক পুরাতন । বয়োবৃদ্ধ লোকদের মুখে শোনা যায় অনেক আগে পদ্মা নদীর উত্তর পারের কোল ধরে    বন-খাগড়ায় আবৃত্ত ছিলো ।কিছু মানুষ এই বন কেটে জনবসতি শুরু হয়।এই জনবসতি ধীরে ধীরে বাড়তে থাকে আর এই ভাবে গ্রামটির নাম হয় “বোনকোলা” (১)

১৯৭২ সালের আগে এই গ্রামসহ আশে পাশের সকল গ্রাম বন্যার পানিতে ডুবে যেত ফলে এই অঞ্চলের মানুষের দুর্ভোগের শেষ ছিলো । অনুন্নত জীবনযাপন করতে হতো এদের । পদ্মা নদীর পারে"মুজিব বাঁধ" দেওয়াতে এই এলাকা বণ্যার কবল থেকে রক্ষা পায়। সাথে সাথে ফসলের উৎপাদনও ভালো হয় এবং উন্নয়নের ছোয়া লাগে এই গ্রামে। এবং ২০০১ সালের দিকে গ্রামের রাস্থা-ঘাটের উন্নয়ন ঘটে।  (২)


অবস্থানঃ


বোনকোলা গ্রামের উত্তরে ও পূর্বে গাজনার বিল,পশ্চিমে হ্মেতুপাড়া,তৈলকুন্ড,উত্তরে দাসপাড়া ও চরগাজারিয়া গ্রাম । বোনকোলা মানিকহাট ইউনিয়নের মোটামুটি মধ্য স্থানে অবস্থিত,ফলস্বরূপ আশে পাশের গ্রামের মানুষদের যাতায়াতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ।


আয়তন ও জনসংখ্যাঃ 

আনুমানিক ৭ বর্গকিলোমিটার জায়গা জুড়ে এই গ্রামটি অবস্থিত ।মানিকহাট ইউনিয়নের মধ্যে সবচেয়ে বড় গ্রাম এটা । গ্রামের জনসংখ্যা প্রায় ১০ হাজার । গ্রামে জনসংখ্যার ঘনত্ব মাঝামাঝি ধরনের ।


শিক্ষা প্রতিষ্ঠানঃ

বোনকোলা গ্রামে শিক্ষার ছোয়া লেগেছে অনেক পূর্বেই । ১৯৬৮ সালে গ্রামে সর্বপ্রথম মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় । নাম "বোনকোলা হাই স্কুল" । গ্রামের বিজ্ঞ ব্যাক্তিরা মেয়েদের জন্য মাধ্যমিক স্কুল আলাদা করে নামকরণ করে "বোনকোলা গার্লস হাই স্কুল" যা বোনকোলা হাই স্কুলের সাথেই অবস্থিত ।এরপরে  ১৯৯৮ সালে বোনকোলা হাইস্কুলে কলেজ শাখা চালু করা হয় । নামকরন করা বোনকোলা হাই স্কুল এন্ড কলেজ ।  (৩) এসব প্রতিষ্ঠানে বিজ্ঞান,বাণিজ্য ও কলা বিভাগ চালু রয়েছে ।

বোনকোলা হাই স্কুল এন্ড কলেজ




বোনকোলা বালিকা বিদ্যালয়ের ভিতরকার একটি চিত্র

মোট কথা বোনকোলা গ্রামে ১ টি কলেজ ও ২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৪ টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে । সেগুলো হলঃ

কলেজঃ

১। বোনকোলা কলেজ (স্থাপিতঃ ১৯৯৮)

মাধ্যমিক বিদ্যালয়ঃ

১। বোনকোলা হাই স্কুল (স্থাপিতঃ ১৯৬৮)
২। বোনকোলা গার্লস স্কুল ( স্থাপিতঃ ১৯৮৬)

উক্ত প্রতিষ্ঠানগুলোর ফলাফল অত্যন্ত সন্তোষজনক ।










 ৪ টি সরকারী প্রাথমিক বিদ্যালয় গুলোঃ

১। বোনকোলা হাই স্কুল সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় 
২। বোনকোলা ১ নং প্রাথমিক বিদ্যালয়
৩। বোনকোলা ২ নং প্রাথমিক বিদ্যালয়
৪। বোনকোলা রাঘবপুর সরকারী প্রাথমিক  বিদ্যালয় ।

প্রতিটা স্কুলের ফলাফল ভালো ও উল্লেখযোগ্য ।


বোনকোলা ১ নং সরকারী প্রাথমিক বিদ্যালয় (বর্ষাকালের মাঠ ডুবে যায়)


এছাড়াও বেসরকারী ভাবে প্রাথমিক শিক্ষার জন্য দুইটি কেজি স্কুল ও ব্র্যাক স্কুল রয়েছে ।

হাট বাজারঃ

বোনকোলা গ্রামে একটি বড় হাট (সপ্তাহে ছয়দিন) ও একটি ছোট বাজার (হাজীর বাজার নামে পরিচিত) রয়েছে । এসব বাজারে কাঁচা বাজার থেকে শুরু করে সকল প্রয়োজনীয় জিনিস পত্র পাওয়া যায় ।  


বোনকোলা হাটের বটতলার একটি দৃশ্য 


বোনকোলা হাটের এই বটতলা মোড় থেকে এক রাস্তা বোনকোলা গ্রামের মধ্যে,এক রাস্তা খেতুপাড়া-রাইপুরের দিকে আর এক রাস্তা তৈলকুন্ডু-মানিকহাটের দিকে চলে গেছে । এটাই বোনকোলার মূল পয়েন্ট হিসাবে পরিচিত । এই অঞ্চল বোনকোলা কলেজ পাড়া নামে পরিচিত ।














যোগাযোগ ব্যবস্থাঃ


অত্র গ্রামের মধ্য দিয়ে অনেক গুলো কাঁচা-পাকা রাস্তা চলে গেছে । অধিকাংশ রাস্তা পাকা হলেও কিছু কাঁচা রাস্তা রয়েছে ।সরাসরি বোনকোলা থেকে উপজেলা শহর ও জেলা শহর পর্যন্ত সিএনজি পাওয়া যায় ।


দর্শনীয় স্থানঃ

বোনকোলা গ্রামের সবচেয়ে চিত্তাকর্ষক স্থান হল গাজনার বিল । গাজনার বিল সংলগ্ন বোনকোলা জাঙ্গালে বর্ষাকালে অসংখ্য দর্শনার্থী জমায়েত হয় ।জাঙ্গাল থেকে নৌকা ভ্রমণের ব্যস্ততা পরে যায় ।


বোনকোলা জাঙ্গালে অল্প দর্শনার্থীদের একাংশ 
বর্ষাকালে এই স্থান থেকে প্রতি বছর নৌকা বাইচের আয়োজন করা হয় । সেটা মানুষের জন্য আনন্দের কেন্দ্রবিন্দুতে পরিনত হয় । উক্ত মেলায় আশে পাশের সকল গ্রামের নৌকা অংশগ্রহন করে ।
এছাড়াও গ্রাম ছাড়িয়ে গাজনার বিলের মাঠের মধ্যে ডুবো রাস্তা চলে গেছে তা বিশেষভাবে মনোমুগ্ধকর ।












ধর্মীয় প্রতিষ্ঠানঃ

বোনকোলা গ্রামের মানুষ ধর্মভীরু ও শান্তিপ্রিয় মানুষ । গ্রামের শতকরা ৯৮ ভাগ মানুষ মুসলমান ।

এই গ্রামেঃ

*২ টি  হাফেজিয়া মাদরাসা রয়েছে
*১ টি  মহিলা কওমি মাদরাসা রয়েছে
*১০ টি মসজিদ রয়েছে । ও প্রতিটি মসজিদে বেসরকারীভাবে মক্তব চালু রয়েছে ।

হাফেজিয়া মাদরাসা গুলোঃ

১। বোনকোলা গোরস্থান সংলগ্ন হাফেজিয়া মাদরাসা
২। বোনকোলা ঈদগাহ সংলগ্ন হাফেজিয়া মাদরাসা


পেশা ও সামাজিক জীবনঃ

গ্রামে অধিকাংশ মানুষদের পেশা কৃষি কাজ । এই গ্রামে পিয়াজ,পাট ও ধানের আবাদি হয় প্রচুর পরিমাণে । পিয়াজ  উৎপাদনের জন্য বোনকোলা সারা পাবনাতে বিখ্যাত ।তবে চাকুরীজিবি, শিক্ষকতা,মাছ ধরা সহ বিভিন্ন পেশার মানুষের সমন্বয় রয়েছে আমাদের বোনকোলাতে ।

ব্যাংক ও এনজিওঃ

অর্থনৈতিক ব্যবস্থাপনায় উন্নয়নশীল গ্রাম বোনকোলাতে ৩ টি ব্যাংক ও কিছু এনজিও প্রতিস্থান রয়েছে ।  (৪)
ব্যাংকের মধ্যে রয়েছেঃ
১। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক,বোনকোলা শাখা
২। গ্রামীণ ব্যাংক,বোনকোলা  
৩। ইসলামী ব্যাংক এজেন্ট শাখা,বোনকোলা

এবং এনজিও সংস্থা গুলো ঃ
১। আশা
২। গ্রামীণ ব্যাংক
৩। সিসিডিএ
৪। পপি ই 

উল্লেখযোগ্য ব্যক্তিত্বঃ
বোনকোলা গ্রামের এই ছোট্ট এলাকাতেও কিছু উল্লেখযোগ্য ব্যক্তি রয়েছে । ((৬)
১।  মৃত রওশন আলী শিকদার -সংগীত শিল্পী রাজশাহী বেতার
২। মৃত ফজলুল রহমান - সাবেক মেয়র,লন্ডন
৩। ডা. মোঃ সেকেন্দার আলী-  সাবেক অধ্যক্ষ,লিবিয়া পাবলিক বিশ্ববিদ্যালয়
৪। মৃত হাকিম উদ্দিন শেখ - অধ্যাপক,ঢাকা বিশ্ববিদ্যালয় 
৫। মৃত লোকমান হাকিম  -বিশিষ্ট কবি
৬। মোঃ হারুন-অর-রশিদ - সাবেক সচিব ও সমাজসেবক
৭। মৃত আজিজুর রহমান - বীর প্রতিক
৮। মৃত ডাঃ সফিউর রহমান - অধ্যাপক ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়
৯। মৃত মোতাহার হোসেন   - সাবেক ইউপি চেয়ারম্যান ( ১৯৭৩-১৯৭৭)
১০। মৃত হবিবর আলী খান - সাবেক ইউপি চেয়ারম্যান (১৯৮৮-১৯৯২)
১১। মৃত খোরশেদ আলম খান - সাবেক ইউপি চেয়ারম্যান (১৯৯৮-২০০৩)


অনন্যঃ

এছাড়াও গ্রামে একটি মধ্য পাড়ায় বড় ঈদগাহ ও বোনকোলা কলেজ পাড়ায় তথা বোনকোলার শেষ সীমানায় একটি বৃহৎ গোরস্থান রয়েছে ।


Writer: Delwar Hossain
Bonkola College Para..

তথ্যসূত্রঃ




২টি মন্তব্য:

  1. You should help the upazila statistical office for statistical data.There are big error in your written.you should thing and home work before written the topic. Real data and mongora data are not logical.

    উত্তরমুছুন
  2. What type of error you say to improve it..

    I Try to to use various govt website And use some link information..

    উত্তরমুছুন

Post Top Ad

Your Ad Spot