যেসব দেশে গাঁজা গ্রহণ করা বৈধ্য রয়েছে - Prodipto Delwar

Unordered List

ads

Hot

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০

যেসব দেশে গাঁজা গ্রহণ করা বৈধ্য রয়েছে

আসলে গাঁজা উদ্ভিদের এক ধরনের প্রস্তুতি যা সাইকোঅ্যাক্টিভ ড্রাগ এবং ঔষধ উভয় হিসাবেই কাজ করে থাকে। এর জন্য গাঁজার বৈধ্যতার বিষয়টিও দুইভাবেই দেখা হয়। আমি এখানে শুধু যেসব রাষ্ট্রে গাঁজা বৈধ্য রয়েছে তা উল্লেখ করবো।
গাঁজার শারীরিক প্রভাব


১। কানাডাঃ কানাডাতে প্রাপ্ত বয়স্ক সকল মানুষ গাঁজা চাষ করা, বিক্রি করা বৈধ্য।
ওষুধ হিসাবে গাঁজা ব্যবহার করতে পারে।

২। উরুগুয়েঃ উরুগুয়েতে গাঁজা চাষ করা ও বিক্রি করা বৈধ্য কিন্তু ভিন্ন দেশিরা ক্রয় করতে পারবেনা। এবং দেশীয়রা সর্বোচ্চ ৬ টি গাছ চাষ করতে পারে।

ওষুধ হিসাবে সবাই গাঁজা ব্যবহার করতে পারবে।

৩। জর্জিয়াঃ ২০১৮ সাল থেকে জর্জিয়াতে গাঁজা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু ক্রয়-
বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ।

এবং সর্ব সাধারণ গাঁজা ওষুধ হিসাবে ব্যবহার করতে পারে কিন্তু বিতরণ করা যাবেনা।

৪। দক্ষিন আফ্রিকাঃ চাষাবাদ ও ব্যবহারের অনুমতি রয়েছে কিন্তু ক্রয়-বিক্রয় নিষিদ্ধ।

এবং ওষুধ হিসাবে গাঁজা সবাই ব্যবহার করতে পারে কিন্তু বিতরণ করা যাবেনা।

৫। নেদারল্যান্ডঃ লাইসেন্সকৃত দোকান গুলোতে বিক্রি বৈধ্যতা রয়েছে। ৫ গ্রাম পর্যন্ত পর্যন্ত একজন গ্রহণ করতে পারবে। এবং পেশাদার দোকান না থাকা পর্যন্ত ৫ টি গাছ চাষ করতে পারবে।

ওষুধ হিসাবে সর্ব সাধারণ ব্যবহার করতে পারবে।

৬। স্পেনঃ ব্যক্তিগত এলাকাতে ব্যবহার বৈধ্য রয়েছে। কিন্তু সর্বসাধারনের ব্যবহারে ৬০০-১০০০ স্পেনীয় মুদ্রায় জরিমানা হতে পারে। গাঁজার সামাজিক ক্লাবগুলোতে চাষাবাদ ও গ্রহণ বৈধ্য রয়েছে।

নিদিষ্ট কিছু গাঁজা থেকে তৈরি ওষুধ বৈধ্য।

৭। যুক্তরাষ্ট্রঃ ১১ টি রাজ্য, ২ টি অঞ্চল এবং কলম্বিয়া জেলায় বৈধ করা হয়েছে - তবে ফেডারেল স্তরে অবৈধ। এবং আরও ১৫ টি রাজ্যে ডিক্রিমনালাইজড (মানে অপরাধ নয় এমন)

ওষুধ হিসাবে ৩৩ টি রাজ্যে ৪ টি অঞ্চল ও কলম্বিয়া জেলায় বৈধ করা হয়েছে - তবে ফেডারেল স্তরে অবৈধ।

৮। অস্ট্রেলিয়াঃ উত্তর এবং দক্ষিণ অস্ট্রেলিয়ায় ডিক্রিমনালাইজড।

ওষুধ হিসাবে ব্যবহার সকল অঞ্চলেই বৈধ্য কিন্তু কিছু শর্তসাপেক্ষে।

৯। ব্রাজিলঃ ব্রাজিলে অল্প পরিমাণে ও ব্যক্তিগত এলাকায় গাঁজা গ্রহণ বৈধ্য রয়েছে।

এবং গাঁজা ওষুধ হিসাবে ব্যবহার অসুস্থ মানুষের জন্য ডাক্তারি পরামর্শে বৈধ্য রয়েছে।

১০। যুক্তরাজ্যঃ ব্রিটিনে গাঁজা সেবন সম্পূর্ণ অবৈধ্য এমনকি, স্পট জরিমানা হতে পারে। এবং দণ্ডও হতে পারে।

কোনও রেজিস্টার্ড বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা নির্ধারিত হওয়ার পরে কেমোথেরাপির কারণে গুরুতর মৃগী, বমি বা বমি বমি ভাব হলে গাঁজা গ্রহণ করা যেতে পারে। 

  • মাদক হিসাবে আর্জেন্টিনা, অস্ট্রিয়া, বেলজিয়াম, বেলিজ, বারমুডা, বলিভিয়া, ব্রাজিল, কম্বোডিয়া, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, ক্রোয়েশিয়া, ইকুয়েডর , ইসরায়েল, লুক্সেমবার্গ, মাল্টা প্রভৃতি রাষ্ট্রে গাঁজা গ্রহণ ও ব্যবহার ডিক্রিমনালাইজড বা অনপরাধ হিসাবে স্বীকৃত হয়।
  • ওষুধ হিসাবে আর্জেন্টিনা, অস্ট্রিয়া, বেলজিয়াম, বারমুডা, ব্রাজিল, কম্বোডিয়া, চিলি, কলম্বিয়া, ক্রোয়েশিয়া, জার্মানি, ইসরায়েল, লুক্সেমবার্গ, মাল্টা, ইটালি, জ্যামাইকা, পেরু, পোল্যান্ড, পর্তুগাল, সুইজারল্যান্ড, থাইল্যান্ড, নরওয়ে, নিউজিল্যান্ড, সাইপ্রাস, ডেনমার্ক, গ্রিনল্যান্ড, সান মারিনো, লিথুনিয়া, জিম্বাবুয়ে প্রভৃতি রাষ্ট্রে গাঁজা ব্যবহার অনুমোদিত রয়েছে।
** বাংলাদেশে গাঁজা ব্যবহার আইনত নিষিদ্ধ হলেও এ আইনটি বর্তমানে উপেক্ষিত অবস্থায় রয়েছে। এটাকে উইনিফোর্স ল বলা হয়। এবং গাঁজা ওষুধ হিসাবে ব্যবহার অবৈধ্য।
>>প্রদীপ্ত দেলোয়ার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Your Ad Spot