গিনেজ বুক অব রেকর্ডে বাংলাদেশের সকল রেকর্ড - Prodipto Delwar

Unordered List

ads

Hot

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০

গিনেজ বুক অব রেকর্ডে বাংলাদেশের সকল রেকর্ড

গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নাম উজ্জ্বল নক্ষত্র হিসাবে রয়েছে। নিম্নে কিছু রেকর্ড নাম তুলে ধরলামঃ

১। দলীয় সম্মলিত রেকর্ডঃ
  • ২০১৪ সালের ২৬ মার্চ সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে ২ লাখ ৫৪ হাজার ৬৮১ জন জন নিয়ে জাতীয় সংগীত (সোনার বাংলা) গাওয়ার রেকর্ড গড়ে ।
বাংলাদেশ আমার বাংলাদেশ

  • লাইফবয় হাত ধোয়ায় উৎসাহিত করতে ঢাকাতে ১১,১৭৫ জন মানুষের সমন্বয়ে বৃহত্তম হাতের আকৃতি তৈরি করে ১৪ অক্টোবর ২০১৭ গিনেস বুকে নাম লেখায়।[1]
  • ১১ ডিসেম্বর ২০০৪ পাঁচ মিলিয়ন মানুষের উপস্থিতিতে ১,০৫০ কি.মি. (৬৫২.৪ মাইল) মানব শিকল তৈরি করে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এ মানব শিকল তৈরি করে।[2]
  • এক সারিতে একসঙ্গে ১,১৮৬ জন সাইকেল চালিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ঠাঁই পেয়েছে বাংলাদেশে সাইক্লিস্টদের অন্যতম বড় সংগঠন ‘বিডিসাইক্লিস্টস’। বিজয় দিবসে সংগঠনটি এই সাইকেল চালনার আয়োজন করেছিল।[3]
  • এ ব্যাপারে ডিএসসিসি কর্তৃপক্ষের দাবি,
  • ২০১৮ সালের ১৩ এপ্রিল নিবন্ধিত ১৫ হাজার ৩১৩ জন নগরবাসী একযোগে ঝাড়ু দিয়েছিল। যা এ পর্যন্ত বিশ্বের একক কোনও ভেনুতে সর্বোচ্চ সংখ্যক মানুষের ঝাড়ু দেওয়ার রেকর্ড। এটা গিনেজ বুকে স্থান পেয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে এই কর্মসূচি পালিত হয় ।[4]
২। ব্যক্তিগত রেকর্ডঃ
  • জোবেরা রহমান লিনু ১৯৭৭ থেকে ২০০১ কাল-পরিধিতে ১৬ বার জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়ন হওয়ায় গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস- এ তার নাম উঠেছে।
  • সুদর্শন দাশ নামের এক বাঙালি ২০১৭ সালে ঢোল বাদক টানা ২৭ ঘণ্টা ঢোল বাজিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করেন।
  • আব্দুল হালিম ২০১৫ সালে ওয়ালটনের ব্যানারে ঢাকায় মাথায় বল নিয়ে দ্রুততম সময়ে স্কেটিং জুতা পরে ২৭.৬৬ সেকেন্ডে ১০০ মিটার অতিক্রম করে। ২০১৬ সালে গিনেজ বুক অব রেকর্ড এই স্বীকৃতি দেয়।।
  • আব্দুল হালিম মার্সেলের পৃষ্ঠপোষকতায় ২০১১ সালের ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ট্র্যাকে মাথায় বল নিয়ে টানা ১৫.২ কিমিঃ হেটে পূর্বের রেকর্ড ভেঙ্গে গিনেজ বুকে নাম লেখান।[5]
  • নোয়াখালীর কণক কর্মকার গিনেজ বুকে ৪ বার নাম লেখান।
    • ১ম বারঃ ১১৫০ টি প্লাস্টিকের গ্লাস এক মিনিট পাঁচ সেকেন্ড নিজের কপালে রেখে।[6]
    • ২য় বারঃ কপালে পঁচিশ মিনিট গিটার ব্যালেন্স করে দ্বিতীয়বার।[7]
    • ৩য় বারঃ ঘাড় দিয়ে এক মিনিটে ৩৬ বার ভলিবল ক্যাচ ধরে।[8] এবং
    • ৪র্থ বারঃ থুতনিতে ১৫ মিনিট ৩৯ সেকেন্ড গিটার ব্যালেন্স করে।
    • গিনেস বুকে নাম লেখান।[9]
  • মাগুরার মাহমুদুল হাসান ফয়সাল সদ্য দুইবার নাম লেখান।
    • ১ম বারঃ ২০১৮ সালে হাতে এক মিনিটে ১৩৪ বার ফুটবল ঘুরিয়ে।[10]
    • ২০১৯ সালে এক মিনিটে ১৪৪ বার বাস্কেটবল ঘুরিয়ে গিনেস বুকে নাম লেখান।[11]
  • মাসুদ রানা ঢাকাতে একটি সুইমিং পুলে মাথার উপর ফুটবল নিয়ে ৪৪.৯৫ সেকেন্ডে ৫০ মিটার সাঁতার কেটে গিনেস রেকর্ড করেন।[12]
  • ইমরান শরীফ ঢাকার রাস্তায় কারও সহযোগীতা না নিয়ে, একাই ২.৫২৭ কিলোমিটার ( ৮,২৯০ ফুট ৮.১৯ ইঞ্চি ) লম্বা পেপার ক্লিপ দিয়ে সিকল (চে’ন) তৈরি করে ১৫ ফেব্রুয়ারি ২০১৯ গিনেস বুকে উঠে আসেন।[13]
৩। আজব রেকর্ডঃ
  • বগুড়ার রজব আলী ১১৫ বছর বয়সে মারা যাওয়ার সময় ৫০০+ নাতী নাতনী রেখে মারা গিয়েছিলো। গিনেজ বুক এই তথ্য রেকর্ড করে রেখেছে।
  • যুগপৎ বিয়েঃ নরেন্দ্র নাথ ও তারামণি নাথের পাঁচ মেয়েকে বিয়ে করেছেন তারাপদ কর্মকার ও রাধা রানী রায়ের পাঁচ ছেলে। তাদের এই বিরল চিন্তা ভাবনা তৈরি করেছে বিশ্বরেকর্ড।
  • খন্দকার শিহাব আহমেদ নামের এক ছাত্র বিশ্বের সবচেয়ে বড় স্ট্যাপলার পিনের চেইন তৈরি করেছেন। যেটি ৪২২ ফুট ৪ ইঞ্চি লম্বা। ২৭ হাজার পিন ব্যবহার করে তৈরি এই চেইন বানাতে শিহাবের খরচ হয়েছে ২৭০ টাকা।[14]
  • সবচেয়ে কম বয়সী বিবাহিত দম্পতিঃ ১৯৮৬ সালে পাবনা জেলার আমিনপুর উপজেলার দু পরিবারের দ্বন্দ্ব মেটাতে ১১ মাসের এক ছেলের সাথে ৩ মাসের এক মেয়ের বিয়ে দেয়া হয়।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Your Ad Spot